সড়ক সংস্কারে নিরাপত্তা আইনের দাবি তরুণদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম

ছবি: ভোরের কাগজ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে পাঁচ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। প্রতিবছর দেশে সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আহত হওয়ার সংখ্যাও কম নয়। সড়কে কোনো শিক্ষার্থীর প্রাণ ঝরলে কেবল সড়ক নিরাপদ করার আন্দোলন গতি পায়। চলে কর্তৃপক্ষের দাবি মেনে নেয়ার আশ্বাস ও আশার ফুলঝুরি। তারপর স্তিমিত হয়ে যায় সব। তাই সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক সংস্কারে স্থায়ীভাবে একটি সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে তরুণরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং আয়োজিত তরুণ সংহতি প্রকাশ কর্মসূচিতে ফোরামের সদস্যরা এই দাবি জানান।
এ সময় তারা বলেন, বর্তমান সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২ মূলত সড়ক পরিবহন আইন এবং সড়ক পরিবহন ব্যবস্থা সংক্রান্ত। এই আইন ও বিধিমালা সড়ক নিরাপত্তা বিধিমালা নিশ্চিতকরণে যথেষ্ট নয়। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দেশ সংস্কারের কাজ হাতে নিয়েছেন সেহেতু সড়কে সব ধরনের সুরক্ষা সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করতে হবে।
আরো পড়ুন: দেশের ৪ জেলায় বন্যার শঙ্কা