‘লাল ফিতার দৌরাত্ম্য’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ পিএম

ছবি: সংগৃহীত
সরকারি বিভিন্ন দপ্তর বা মন্ত্রণালয়ে কাজের ক্ষেত্রে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়, যা সাধারণভাবে লাল ফিতার দৌরাত্ম্য বলেই পরিচিত। এবার সেই লাল ফিতার দৌরাত্ম্য নিয়ে মন্তব্য করলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন, লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে জাতীয় ক্রীড়া পরিষদের বেশ কয়েকটি ফাইলের স্তূপের একটি ছবি প্রকাশ করে তার ক্যাপশনে লিখেছেন, ‘লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি।’
পোস্টের মন্তব্যে হাবিবুর রহমান জুয়েল নামের একজন লেখেন, ‘আটকে গেলে আর হতাশ হলে চলবে না, তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো দেশ ও জাতি। যদি ভালো কিছু উপহার দিয়ে যেতে পারো তবে মানুষের দোয়া পাবে, পাবে আল্লাহর রহমত। আমরা জীবন বাজি রেখে তোমাদের সাথে লড়েছি, আশা করি নিরাশ করবে না…। শুভকামনা রইলো।’
মেহেরুন্নেসা আলপনা নামের একজন লেখেন, ‘অনেক লাল ফিতা কাটা বাকি আছে এখনো! সরকারি হাসপাতালে ভর্তি রোগীকে বাইরে নির্দিষ্ট জায়গা থেকে কিভাবে টেস্ট করে আনতে বলা হয়!সামর্থ্য থাকলে মানুষ সরকারি হাসপাতালে যেতো না!’ শেখ মোহাম্মদ সাজ্জাদ নামের একজন মন্তব্য করেন, ‘লাল ফিতার দৌরাত্ম্য সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। লাল ফিতার দৌরাত্ম্য শেষ করতে হবে’।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।