কাদের আমাকে শারীরিক হেনস্তা করেন, গালাগাল করেন নানক: রিমান্ডে জানালেন পলক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

জুনাইদ আহমেদ পলক-ওবায়দুল কাদের-জাহাঙ্গীর কবির নানক
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক আমাকে গালিগালাজ করেছেন। ওবায়দুল কাদের আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। ডিবি কার্যালয়ে রিমান্ডে এসব তথ্য জানিয়েছেন তিনি।
জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অনেকেই নানা অভিযোগ তুলেছেন। ডিবি হেফাজতে সেসব অভিযোগ অস্বীকার করে পলক বলেন, ছাত্র-জনতার আন্দোলনে অবস্থা বেগতিক দেখে আমি পদত্যাগ করতে চেয়েছিলেম। তবে শেখ হাসিনাসহ অন্য নেতারা আমাকে পদত্যাগ করতে দেননি।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক আমাকে গালিগালাজ করেছেন। উনি বলেছেন, এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের ওপর চাপ বাড়বে। এছাড়া ওবায়দুল কাদের আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শেখ হাসিনার সামনে আমাকে অপমান করা হলেও সাবেক প্রধানমন্ত্রী কোনো ভূমিকা নেননি। উল্টো আমার অবস্থান ছিল নানক-কাদেরদের পক্ষেই।
এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ থেকে পলককে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। এরপর থেকে তাকে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। সেই সঙ্গে দফায় দফায় রিমান্ডে নেয়া হচ্ছে। ইতোমধ্যে কারাগারেও পাঠানো হয়েছে।