×

জাতীয়

ড. ইউনূসের সঙ্গে দেখা করতে যেভাবে লাইনে দাঁড়ালেন পিটার হাস (ভিডিও)

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম

ড. ইউনূসের সঙ্গে দেখা করতে যেভাবে লাইনে দাঁড়ালেন পিটার হাস (ভিডিও)

পিটার হাসের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

   

নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিয়ে আন্তর্জাতিক মহলে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল এক বৈঠকে অংশ নেয়ার পাশাপাশি, তিনি আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ আয়োজিত এক সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ড. ইউনূস। সভায় উপস্থিত অনেক বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি এবং আমন্ত্রিত অতিথিরা ড. ইউনূসের সঙ্গে ছবি তোলার সুযোগ নিতে লাইন ধরে অপেক্ষা করছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ভিডিও ফুটেজে দেখা গেছে, পিটার হাস প্রথমে ড. ইউনূসের সঙ্গে করমর্দন করেন এবং পরে তাকে আলিঙ্গন করেন। দুজনের মুখে ছিল উজ্জ্বল হাসি, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।


ড. ইউনূস সংবর্ধনা অনুষ্ঠানে তার বক্তব্যে স্বৈরাচারী সরকারের সময়ের দুঃসহ স্মৃতি তুলে ধরেন এবং সেই সময়ের জনগণের সাহসিকতা ও সংগ্রামের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে মঞ্চে তার সঙ্গে ছিলেন সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং বিশেষ সহকারী মাহফুজ আলম। এছাড়াও, মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী এবং সমাজকর্মী শহিদুল আলম।

আরো পড়ুন: ভোটার তালিকা প্রস্তুতির পরই নির্বাচনের তারিখ ঘোষণা

এর আগে, ড. ইউনূস ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের ‘লিডারস স্টেজ’ অনুষ্ঠানে বক্তব্য দেন। সেখানে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সাহসিকতার কথা তুলে ধরেন। বক্তব্যের শেষদিকে তিনি তার ৩ জন সহকারীকে মঞ্চে ডেকে এনে তাদের আন্দোলনে ভূমিকার কথা শ্রোতাদের সামনে তুলে ধরেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App