ঢামেকে চিকিৎসা নিলেন কারাবন্দী সাবেক রেলমন্ত্রী সুজন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম

চিকিৎসা নিতে হেলমেট পড়ানো অবস্থায় ঢামেকে আনা হয় কারাবন্দী সাবেক রেলমন্ত্রী সুজনকে
শ্বাসকষ্টজনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন কারাবন্দি সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে প্রিজনভ্যানে করে চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। চিকিৎসা শেষে আবার তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
ঢামেক সূত্র জানায়, তার মাথায় হেলমেট পড়ানো ছিলো। সঙ্গে ছিলো বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে প্রিজন ভ্যান থেকে পায়ে হেঁটে ঢামেক হাসপাতালে প্রবেশ করেন তিনি। জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসা দেয়া হয় তাকে।
আরো পড়ুন: অভিযানে যেভাবে মারা গেলেন সেনা কর্মকর্তা, জানালো আইএসপিআর