×

জাতীয়

আজিজ আহমেদের ২ ভাইয়ের এনআইডি বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

আজিজ আহমেদের ২ ভাইয়ের এনআইডি বাতিল

ছবি: সংগৃহীত

   

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ২ ভাই হারিছ আহমেদ এবং তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা ৪টি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুয়া এনআইডিগুলো বাতিল করার ফলে এসব এনআইডির বিপরীতে আর কোনো সরকারি সুবিধা বা সুযোগ পাওয়া যাবে না। এ ছাড়া ভুয়া এনআইডি ব্যবহার করে তারা ভবিষ্যতে কোনো সুবিধা গ্রহণ করতে পারবেন না।

ইসির পক্ষ থেকে গত জুন মাসে হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদের ভুয়া এনআইডির বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে আজ তাদের করা চারটি ভুয়া এনআইডি বাতিল করা হলো।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী, মিথ্যা তথ্য দিয়ে এনআইডি তৈরি করা একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড বা অনধিক ২০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেয়া হতে পারে। জালিয়াতি প্রমাণিত হলে ৭ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে।

উল্লেখ্য, এর আগেও হারিছ আহমেদ এবং তোফায়েল আহমেদ সম্পর্কে ভুয়া তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগ ওঠে। তাদের স্ত্রীরাও একই ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

আরো পড়ুন: যে অভিযোগে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

সেনাপ্রধান থাকাকালীন সময়ে আজিজ আহমেদের প্রভাব খাটিয়ে এই ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরি করা হয়েছে বলেও বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App