আলজাজিরার চাঞ্চল্যকর প্রতিবেদন
৫ দেশে ৮ হাজার কোটি টাকার সম্পত্তি সাবেক ভূমিমন্ত্রীর

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে সম্পদের পাহাড় গড়েছেন। দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমে প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সামান্য সরকারি বেতন পেয়ে ভিনদেশে কীভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তা নিয়ে কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে।
গত বুধবার প্রকাশিত ওই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ২৫০ মিলিয়ন ডলার খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার কোটি টাকার সমান।
ব্রিটেন ছাড়া নিজের রিয়েল স্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই, নিউইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও তিনি। সবমিলিয়ে ৫০০টিরও বেশি বাড়ি কিনেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী। যেগুলোর মূল্য প্রায় ৭০০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ হাজার ৩৬৭ কোটি টাকারও বেশি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকেই দলটির শীর্ষস্থানীয়সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। অনেকে রিমান্ডে যাচ্ছেন। সেই সঙ্গে নানা নেতাকর্মীর দুর্নীতির গোমর ফাঁস হচ্ছে।