১২ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বিজিবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম

আটককৃত ইয়াবার দাম আনুমানিক ৩৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। ছবি : ভোরের কাগজ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে ১১ হাজার ৮৭৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয় বলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মো. রাকিব হোসেন (২৫) এবং গণেশ রাম গ্রামের মো. অন্তর (১৮)।
বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ মুকুন্দপুর বিওপির দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী কামালমোড়া নামক এলাকা দিয়ে ইয়াবার চালান ভারত থেকে বাংলাদেশে আসবে বলে জানতে পারে। এই খবর পাওয়ার পর বেলা ১১টার দিকে মুকুন্দপুর বিওপির টহলদল সেখানে অভিযান চালায়। তখন বিজিবি সদস্যরা ১১ হাজার ৮৭৫ পিস ভারতীয় ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবার দাম আনুমানিক ৩৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।
আটককৃত মো. রাকিব হোসেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কামালজোড়া গ্রামের মুলু হোসেনের ছেলে। মো. অন্তর পাশের গণেশ রাম গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন : জোড়া পিস্তল নিয়ে গুলি চালানো রুবেল আরো ৭ দিনের রিমান্ডে