সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের ৩২০ কোটি টাকা দুর্নীতির প্রমাণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে। ইতোমধ্যে তার দুর্নীতির সবধরনের তথ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, গত ১৫ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেয়া হয় ।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এছাড়া পুলিশ সদরদপ্তর ও অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি) তার দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করেছে।
এরই মধ্যে সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক তথ্য বেরিয়ে আসছে। ‘মাফিয়াদের গডফাদার’ ছিলেন তিনি। তার নিয়ন্ত্রণে ছিল বড় দুর্নীতিবাজ সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের সব সদস্য এখন গা ঢাকা দিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং তার পরিবারের সদস্যদের নামে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া আরো ২০০ কোটি টাকার বেশি মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম। সব মিলিয়ে আপাতত ৩০০ কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে।
দুদক সূত্র জানায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তার স্ত্রী লুত্ফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান এবং সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
ওই পাঁচজনের বিরুদ্ধে অন্তত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে দুদক টিম। আপাতত এসব কারণেই মামলার সুপারিশ করা হয়েছে।