সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন রিমান্ডে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পিএম

দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তুলা হয় ফরহাদ হোসেনকে।
রাজধানী আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম আদালত।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তুলে আদাবর থানার ইন্সপেক্টর আব্দুল মালেক সাত (৭) দিনের রিমান্ড আবেদন করেন।
এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের জন্য আবেদন করেন। মামলার ন্যায় বিচারের স্বার্থে রিমান্ডের জন্য যুক্তি তুলে ধরেন আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন সানাউল্লাহ এর আদালত।
এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাব-২ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।
ফরহাদ হোসেন ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে উড়ে এসে জুড়ে বসার মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে একতরফা নির্বাচনে এমপি নির্বাচিত হন ফরহাদ হোসেন। আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও এমপি হওয়ার সুবাদে ২০১৫ সালে জেলা আওয়ামী লীগের সভাপতির পদ বাগিয়ে নেন তিনি। তার মুকুটে লাগে প্রতিমন্ত্রীর পালক। করা হয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর তাকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের।
ফরহাদ হোসেন ১৯৭২ সালে মেহেরপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছহিউদ্দিন বিশ্বাস মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি তৎকালীন কুষ্টিয়া-৫ (বর্তমান মেহেরপুর-১) আসনের সংসদ সদস্য ছিলেন। ২০২২ সালে ছহিউদ্দিন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
ফরহাদ হোসেন খুলনা বিএল কলেজের ছাত্র ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন। এরপর ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হন। ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা আওয়ামী লীগের জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি।