×

জাতীয়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ পিএম

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

   

সম্পর্ক স্বাভাবিক করতে সরকারের সঙ্গে সংলাপ বাড়াচ্ছে ভারত

গত ৫ আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে ধীরে ধীরে সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে ভারত। দেশটির এই প্রচেষ্টার শুরুটা বলা যায় চলতি মাসের ২ সেপ্টেম্বর।

ঢাকায় এলেন ডোনাল্ড লু

মার্কিন দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে এসে পৌঁছেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় তাকে অভ্যর্থনা জানান মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারি সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ আব প্রটোকল ও মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ: তারেক রহমান

ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে এ বিবৃতি প্রেরণ করেন।

নগদে ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেক এমডি, গভর্নরের বিরুদ্ধে অভিযোগ

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিলুপ্ত করে প্রশাসক বসানোর পর প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর আহমেদ মিশুক নগদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুলেছেন।

এক হেলিকপ্টার থেকে খাবার, আরেকটি থেকে গুলি

মিয়ানমারে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিভিন্ন অঞ্চল। এখন পর্যন্ত অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে, আর ২ লাখ ৩৬ হাজারেরও বেশি মানুষ ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। থাইল্যান্ডের বিমানবাহিনী ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে, হেলিকপ্টার থেকে বন্যাকবলিতদের জন্য ছুড়ে দিচ্ছে খাবার ও ওষুধ। তবে একই আকাশে, আরেকটি হেলিকপ্টার থেকে চলছে গুলিবর্ষণ— জান্তাবাহিনী বেসামরিক জনগণের ওপর অভিযান চালাচ্ছে।

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালুর প্রসঙ্গে যা জানা গেল

শীঘ্রই চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। ইতিমধ্যেই কারিগরি সব দিক ক্ষতিয়ে দেখে প্রকৌশলীরা কর্তৃপক্ষকে গ্রীণ সিগ্যানাল দিয়েছে। তবে মিরপুর-১০ নম্বর ষ্টেশনটি চালু হতে আরো দেরি হবে। এই ষ্টেশনের মেরামত কাজ চলছে। এদিকে শুক্রবারেও মেট্রোরেল চলাচলের সিদ্ধান্ত প্রায় চুড়ান্ত।  শুক্রবারে বেলা তিনটা থেকে রাত পর্যন্ত চলাচলের ঘোষণাও দেয়া হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। 

এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু ১১, আক্রান্ত ৩ হাজার ৩৮২

গত এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১ জনের। আর নতুন করে আক্রান্ত রোগী ছিলো ৩ হাজার ৩৮২ জন। গত ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আবারো ৫’শ ছাড়িয়েছে। মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরো ৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। 

আয়নাঘরের রহস্য উন্মোচন করলেন সেই আতাউর

বাঙালির ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের সাক্ষী আতাউর রহমান শাহিন। ভারত থেকে কম্পিউটার সাইন্সে পড়াশোনা শেষ করে দেশে ফিরে একটি কনসালট্যান্সি ফার্মে কাজ শুরু করেন। তার কাজের দক্ষতা দেখে মাঝে মাঝে প্রধানমন্ত্রী কার্যালয় থেকেও ডাক আসত। কিন্তু ২০১৯ সালের ২ মে, গুলশান লিংক রোড থেকে তাকে অপহরণ করা হয়। সেই সময় তার স্ত্রী তানিয়া ছিলেন ৬ মাসের অন্তঃসত্ত্বা। অপহরণের পর আতাউরের স্ত্রী মন্ত্রী, স্পিকারের বাড়ি বাড়ি ঘুরে স্বামীর খোঁজে গেছেন, কিন্তু কোনো সহায়তা পাননি। বরং অনেক সময় দুর্ব্যবহার সহ্য করতে হয়েছে। ৯৪ দিন পর আতাউরকে চোখ বেঁধে ক্ষিলখেত এলাকার একটি জায়গায় ছেড়ে দেয়া হয়।

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রবিবার থেকে কার্যকর

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

যেভাবে রাডারকে ফাঁকি দিয়ে শেখ হাসিনাকে বহনকারী বিমান ভারতে পৌঁছেছিল

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকাশ পথে যাতে শেখ মুজিব কন্যার উপরে কোনো হামলা না হয় তার জন্য ট্রান্সপন্ডার বন্ধ রেখেছিলেন হাসিনাকে বহনকারী বিমানের চালক। ভারতের আকাশসীমায় প্রবেশের পরেই ওই ট্রান্সপন্ডার চালু করা হয়েছিল।

পিলখানা হত্যাকাণ্ডের নৃশংসতার চিত্র উঠে এলো কর্নেল তাসনিমের জবানবন্দিতে

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তত্কালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় নিষ্ঠুরভাবে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়েছিল। সেই নির্মম হত্যাকাণ্ডের মামলায় বিচারিক আদালতে জবানবন্দি দেন লে. কর্নেল মো. আবু তাসনিম। সেদিনকার বিডিআর জওয়ানদের নৃশংসতার চিত্র উঠে এসেছে তার জবানবন্দিতে। 

সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানাজুড়ে টাকা আর টাকা, ছবি ভাইরাল

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে ফেসবুক, টুইটার ও টিকটকসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। তবে ভাইরাল ওই ছবিটি কবেকার সেটি জানা সম্ভব হয়নি।

মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার

সুফি মাজার এবং দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনার ওপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে সরকার। শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে একদল দুর্বৃত্ত সুফি মাজার ও বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা চালাচ্ছে, যা সরকারের নজরে এসেছে।

রবিবার দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে: শিল্প উপদেষ্টা

রবিবার দেশের সব তৈরি পোশাকশিল্প কারখানা খোলা থাকবে। কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে বিশেষ ব্যবস্থা নেবে সরকার। দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কেউ যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করেন, সেটাও মনে রাখা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বাফুফে নির্বাচনে অংশ নিচ্ছেন না কাজী সালাউদ্দিন

আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ফুটবলার ও বর্তমান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলন বিষয়টি তিনি গণমাধ্যমকে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App