×

জাতীয়

খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম

খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ

ছবি: ভোরের কাগজ

   

একটি চক্র ‘দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো অপারেটিভ হাউজিং সোসাইটি’ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে সংগঠনটির নেতারা। একই প্রক্রিয়ায় দেশের সব খ্রিষ্টান ক্রেডিট ইউনিয়নের সমন্বয়কারী সংস্থা ‘দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব)’ ঘিরেও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মনিপুরীপাড়ায় একটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট দুই সংগঠনের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন খ্রীষ্টান কো অপারেটিভ হাউজিং সোসাইটি চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। 

চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন জানান, আগের নির্বাহী বোর্ডের বেপরোয়া লুটপাটের কারণে ২০২০-২০২১ অর্থবছরে কাল্বের মোট লোকসান ছিল ৩৮ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। পরের অর্থবছরে তা ৪৬ কোটি ৮৪ লাখ ৬১ হাজার টাকায় দাঁড়ায়। ওই অবস্থায় ২০২২ সালের ১১ নভেম্বর বর্তমান কমিটি দায়িত্ব নেয়। তখন কাল্বের মূলধন ছিল ১ হাজার ৪০ কোটির কিছু উপরে। ২০২২- ২০২৩ অর্থবছরে তা বেড়ে ১২৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময় লোকসান কমে দাঁড়িয়েছে মাত্র ১ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার টাকা। আগামী অর্থবছরের লোকসান কাটিয়ে সদস্যদের লভ্যাংশ দিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে বর্তমান কমিটি। এছাড়াও সংগঠনের প্রধান কার্যালয় 'কাল্ব টাওয়ার' নির্মাণ, আবাসন শিল্পে বিনিয়োগের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এরপরেও একটি কুচক্রীমহল সংগঠনের কার্যক্রমকে বিতর্কিত করার চেষ্টা অব্যহত রেখেছে। কুচক্রীমহলের ষড়যন্ত্রে পা না দিতে আহ্বান জানিয়েছেন আগষ্টিন পিউরীফিকেশন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফাদার তপন ডিরোজারিও, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদের সভাপতি নির্মল রোজারিও, হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, কাল্বের সেক্রেটারি জনাব আতিকুল্লাহ সরকার প্রমুখ।

আরো পড়ুন: দুই সচিবকে ওএসডি, প্রজ্ঞাপন জারি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App