×

জাতীয়

পুলিশ সংস্কার কমিশনের প্রধান কে এই সফর রাজ হোসেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ এএম

পুলিশ সংস্কার কমিশনের প্রধান কে এই সফর রাজ হোসেন?

পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন। ছবি: সংগৃহীত

   

বাংলাদেশের পুলিশ সংস্কার কমিশনের নতুন প্রধান হিসেবে সফর রাজ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।

সফর রাজ হোসেন একজন অভিজ্ঞ কর্মকর্তা ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বগুড়া জিলা স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করার পর, তিনি বিসিএস ৭৭ ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন ও অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন, যা তার পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২০০১ সালে তিনি কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পর, তিনি ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ইউএসএআইডির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। বর্তমানে, তিনি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে আরো ৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সংস্কার কমিশনের দায়িত্ব দিয়েছেন। তাদের মধ্যে নির্বাচনী সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী, এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। দায়িত্ব নেয়ার ১৭ দিন পর, ২৫ আগস্ট তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন এবং দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে দায়িত্ব গ্রহণের কথা জানান।

আরো পড়ুন: পরীক্ষায় ফিরল গ্রেডিং পদ্ধতি

সফর রাজ হোসেনের নেতৃত্বে পুলিশ সংস্কার কমিশন নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে, এমন আশাবাদ ব্যক্ত করছেন অনেকেই। এখন সবার নজর থাকবে, কিভাবে তিনি ও তার দল দেশের পুলিশ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App