৩৪ জেলায় নতুন ডিসি হলেন যারা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

ছবি: সংগৃহীত
সরকার দেশের ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জে অর্থ বিভাগের ড. মনোয়ার হোসেন মোল্লা, টাঙ্গাইলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাবেক আলী, সিরাজগঞ্জে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদারসহ অন্যান্য জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছিল। এ নিয়ে দুই দিনে মোট ৫৯ জেলায় জেলা প্রশাসক নিয়োগ সম্পন্ন হলো।
আরো পড়ুন: সেনা কল্যাণ ট্রাভেলসকে ডিজিটাল পেমেন্ট সুবিধা দেবে এসএসএলকমার্জ
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে, যার ধারাবাহিকতায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।