সাবেক এমপি আমুর সম্পদ নিয়ে রহস্য

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ এএম

আমির হোসেন আমু। ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৬ বছর ধরে বেপরোয়া অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আয় করলেও সাবেক এমপি আমির হোসেন আমুর বিরুদ্ধে দেশে কোনো উল্লেখযোগ্য সম্পদের সন্ধান মেলেনি। সম্প্রতি ৫ আগস্ট ঝালকাঠির রোনালস রোডে তার বাসভবনে হামলার পর ৫ কোটি টাকা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়, যা তার বিত্তের ভাণ্ডার সম্পর্কে উদ্বেগ সৃষ্টি করে।
সাবেক এমপির সঙ্গী নেতাদের মধ্যে কোটিপতি হওয়ার নজির দেখা গেছে, তবে বর্তমানে তার পালিত মেয়ে সুমাইয়া হোসেনের নাম আলোচনায় এসেছে। সুমাইয়া, যিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। অভিযোগ উঠেছে, আমু অবৈধ আয়ের একটি অংশ তার কাছে পাঠিয়েছেন।
স্থানীয় নেতাদের অভিযোগ, আমু সরকারি ঠিকাদারি কাজে নির্দিষ্ট অঙ্কের পার্সেন্টেজ দাবি করতেন। ঝালকাঠির রাজনৈতিক প্রেক্ষাপটে তার প্রভাব বিস্তৃত ছিল, এবং তিনি টেন্ডার প্রক্রিয়া ও নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপকভাবে হস্তক্ষেপ করতেন। এ কারণে সেখানে দুর্নীতি মুক্ত থাকার কোনো সুযোগ ছিল না।
দুর্নীতির বিষয়ে আমু ও তার সহযোগী কিরণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানিয়েছেন, সাবেক এমপির বাসা থেকে উদ্ধার হওয়া ৫ কোটি টাকা বর্তমানে রাষ্ট্রীয় কোষাগারে জমা রয়েছে এবং এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
আরো পড়ুন: শিক্ষার্থী আবু সাঈদ হত্যা, গ্রেপ্তার দুই পুলিশের রিমান্ড
এ ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্জিত বিশাল অঙ্কের অর্থ কোথায় রয়েছে এবং এর সঠিক তদন্ত হবে কিনা।