×

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে জেলা প্রশাসকদের কাছে চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে জেলা প্রশাসকদের কাছে চিঠি

ছবি: সংগৃহীত

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে সারাদেশের সব জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তাজুল ইসলাম জানান, সারাদেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালের কাছে আহত ও নিহতদের তথ্য চেয়ে জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া কবরস্থানগুলোর তথ্যও চাওয়া হয়েছে। বিভিন্ন জেলার প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের কাছে চিঠি পাঠানো হয়েছে।  

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এক ব্রিফিং এ তথ্য জানান।

তিনি জানান, তদন্তের অংশ হিসেবে দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাছে তথ্য ও ভিডিও ফুটেজ চেয়েও চিঠি দেয়া হয়েছে। দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করা হবে জানিয়ে তাজুল ইসলাম বলেন, বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করা হবে, কোন তড়িঘড়ি করা হবে না।

একইসাথে ন্যায়বিচার নিশ্চিত করতে কোন আসামি যদি বিদেশি আইনজীবী নিয়োগ করে সেক্ষেত্রে কোন আপত্তি থাকবে না বলেও জানান তিনি। তবে এ বিষয়ে আইন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন তাজুল ইসলাম।

রবিবার এ বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে প্রসিকিউশন টিম আলোচনা করেছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।সারাদেশেই গণহত্যা হয়েছে উল্লেখ করে  তাজুল ইসলাম বলেন, তদন্ত শেষ করতে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা দিনরাত কাজ করবে।

রবিবার চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম জানান, জুলাই ও আগস্টে সংঘঠিত গণহত্যার সকল আলামত সংগ্রহ করা, এখন তাদের প্রধান চ্যালেঞ্জ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App