×

জাতীয়

যাত্রীর লাগেজ থেকে অর্থ চুরি, অভিযুক্তদের মধ্যে আটক ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম

যাত্রীর লাগেজ থেকে অর্থ চুরি, অভিযুক্তদের মধ্যে আটক ৫

বাংলাদেশ বিমান। ছবি: সংগৃহীত

   

ঢাকা থেকে চেন্নাইগামী একটি ফ্লাইটের যাত্রীর চেকড লাগেজ থেকে ৬৮০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা) চুরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬ কর্মীকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ১ জন এখনো পলাতক রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ২ সেপ্টেম্বর বিজি-৩৬৩ ফ্লাইটে চেন্নাই যাওয়া যাত্রী, এয়ারপোর্টে পৌঁছানোর পর তার লাগেজে রক্ষিত বৈদেশিক মুদ্রা না পেয়ে বিমানের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর বিমানের নিরাপত্তা বিভাগ ঘটনার তদন্ত শুরু করে এবং ঢাকা বিমানবন্দরে কর্মরত ৬ ট্রাফিক হেলপারকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এ প্রসঙ্গে বলেন, বিমান সব ধরনের অনিয়ম, দুর্নীতি এবং যাত্রী হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় ঢাকা বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বোসরা ইসলাম জানান, পলাতক কর্মীকে খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে। চুরি যাওয়া অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীর কাছে ফেরত দেয়া হবে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

আরো পড়ুন: সীতাকুণ্ডে শিপইয়ার্ড বিস্ফোরণে আরো একজনের মৃত্যু, মোট নিহত ২

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের অনুরোধ জানিয়েছে, চেকড লাগেজে মূল্যবান সামগ্রী, টাকা-পয়সা বা অলংকারাদি পরিবহন না করে হ্যান্ড ব্যাগেজে বহন করার জন্য। আইএটিএর নির্দেশনা অনুযায়ী, এ ধরনের মূল্যবান জিনিসপত্র হ্যান্ড ব্যাগেই বহন করা নিরাপদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App