দেশে বন্যার্তদের সহযোগিতায় ডালাসে সাংস্কৃতিক অনুষ্ঠান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ এএম

ছবি: ভোরের কাগজ
টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের ১১ জেলায় সৃষ্ট হয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০ লাখের বেশি মানুষ। অনেকে হারিয়েছেন ঘরবাড়ি। দেশের এমন বিপর্যয়ে ঘরে বসে নেই প্রবাসী বাঙালিরা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে দেশের বর্ন্যাতদের সহযোগিতা ও পুনর্বাসনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানটি থেকে পাওয়া ৩ লাখ ১৬ হাজার টাকা ইতোমধ্যে প্রধান উপদেষ্টার তহবিলে পাঠানো হয়েছে। গত ৩১ আগস্ট শনিবার ডালাসের ব্রেকরিজ পার্কে অনুষ্ঠিত ‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্প সাহিত্য কর্মী এবং অনুরাগীরা অংশগ্রহণ করেন।
ডালসে বসবাসরত সকল বাংলাদেশীদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নির্ধারিত শিল্পী - কুশলী ছাড়াও আগত অতিথিরাও অংশগ্রহণ করেন উন্মুক্ত মঞ্চে। এতে করে পুরো আয়োজনটি হয়ে ওঠে সবার নিজের অনুষ্ঠান। একে একে পরিবেশিত হয় দেশাত্ববোধক গান, কবিতা এবং উদ্দীপক কথামালা। আয়োজনে আরও ছিলো দেশীয় খাবারের সমাহার এবং প্ল্যাকার্ড প্রদর্শন।
‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’ অনুষ্ঠানের আয়োজকদের অন্যতম রাজিব ইউসুফজাই বলেন, মাত্র একদিনের নোটিশে এমন একটা সফল আয়োজন প্রত্যাশার চাইতে অনেক বেশী ছিলো। আয়োজন থেকে সংগ্রহ করা তিন লাখ ১৬ হাজার টাকা প্রধান উপদেষ্টার তহবিলে পাঠানো হয়েছে।
অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে আগত সকল অতিথিদের কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সুন্দর, সাম্য এবং সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা করা হয়।