×

জাতীয়

অরাজকতা ঠেকাতে আশুলিয়ার গার্মেন্টসে বিএনপি নেতাকর্মীদের পাহারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ পিএম

অরাজকতা ঠেকাতে আশুলিয়ার গার্মেন্টসে বিএনপি নেতাকর্মীদের পাহারা

ছবি: ভোরের কাগজ

   

আশুলিয়া শিল্পাঞ্চলে কয়েকটি পোশাক তৈরি কারখানায় হঠাৎ করে শ্রমিক অসন্তোষকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) । কথিত সব দাবি আদায়ের নামে কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন তৈরি পোশাক কারখানার মালিকরা। তারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।

এ অবস্থায় সাভার-আশুলিয়া আসনের সাবেক সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিটি কারখানার নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিয়েছেন।

জানা গেছে, আশুলিয়াসহ বিভিন্ন অঞ্চলের কারখানায় হঠাৎ করে নৈরাজ্য সৃষ্টির ঘটনায় একাধিক বৈঠক করেছে বিজিএমইএ। ঢাকার উত্তরায় অবস্থিত বিজিএমইএ ভবনে এসব সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ সাবেক এমপি সালাউদ্দিনকে আমন্ত্রণ জানান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তার সহযোগিতা চান। পরে দুইবারের এই সাবেক সংসদ সদস্য নবীনগর থেকে বাইপাইল, ডিইপিজেডসহ আশুলিয়া এলাকার সকল কারখানায় প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাহারার দায়িত্ব নেন। 

প্রতিটি কারখানার সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ২০-২৫ জন করে নেতাকর্মী অবস্থান নেয়া শুরু করেছে শুক্রবার থেকে। তারা কারখানা মালিকদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তায় কাজ করছেন। 

আরো পড়ুন: বিকালে আত্মপ্রকাশ করবে জাতীয় নাগরিক কমিটি

এর মধ্যে শনিবার বিএনপি'র কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খানকে সঙ্গে নিয়ে ওই এলাকায় শ্রমিক সমাবেশ করেন ডা. সালাউদ্দিন। তখন তিনি বলেন, শ্রমিক পরিচয়ে যারা বিভিন্ন দাবি দাওয়া করছেন তা সবই যৌক্তিক নয়। হঠাৎ করে নতুন সব দাবি করার পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে। পোশাক কারখানায় অস্থিতিশীলতা তৈরি করতে কিছু ঝুট ব্যবসায়ের ইন্ধনে এসব হচ্ছে বলে তিনি মনে করেন। এসব ভাঙচুরের সঙ্গে প্রকৃত শ্রমিকরা নয় কিছু ভাড়াটে লোক জড়িত। 

বিএনপি'র হাইকমান্ডের নির্দেশে ৫ শতাধিক কারখানায় নিয়মিত পাহারা দিচ্ছেন নেতা কর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবে চলবে বলে জানিয়েছেন কারখানার মালিকরা। 

গত শনিবার বিকেলে আশুলিয়া থানা শ্রমিক দলের উদ্যোগে সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের পরিচালনায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, আলহাজ্ব কফিল উদ্দিন । প্রধান বক্তা ছিলেন শ্রমিকদল কেন্দ্র কমিটির সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয় সম্পাদক হুমায়ুন কবির খান ও ঢাকা জেলার বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক, ঢাকা জেলা শ্রমিক দল সভাপতি আলহাজ্ব দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী সাধারণ সম্পাদক প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App