ইরফান সেলিমের টর্চার সেলে মিলল হাড়!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০৯:৫২ পিএম

লাগ দাগ চিহ্নিত হাড়
রাজধানীর পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের টর্চার সেলে হাড় পাওয়া গেছে। অভিযানে অংশ নেয়া র্যাব কর্মকর্তারা এ তথ্য জানান। তবে তা মানুষের হাড় কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া চর্টার সেল থেকে দূরবীন, হকিস্টিক, লাঠি, রশি, ইয়াবা খাওয়ার কয়েলসহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চকবাজারের ২৬ নম্বর দেবীদাস ঘাট লেনের বাড়িতে অভিযান শুরু করে র্যাব। অভিযান চালিয়ে সাংসদপুত্র মোহাম্মদ ইরফান সেলিমকে গ্রেপ্তার করে। একই সঙ্গে বাড়ি তল্লাশি চালিয়ে ওইসব দ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। অভিযানে চকবাজারের মদিনা আশিক টাওয়ারের ১৬ তলায় ইরফান সেলিমের আরও একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব।