ওবায়দুল কাদের-আইভী-শামীম ওসমানসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০২ পিএম

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিসহ আওয়ামী লীগের ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় এই মামলা দায়ের করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় এ নিয়ে ৩২টি মামলা হয়েছে। তবে এই প্রথম সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে মামলা হলো। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া এই মামলায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী ও কায়সার হাসনাত, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়। তাছাড়া অজ্ঞাতনামা আরো ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।