নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার ভবিষ্যৎ অনিশ্চিত: আসতে পারে বিকল্প ব্যবস্থা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫ এএম

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের পতনের পর নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরির কাজ বন্ধের শঙ্কায় পড়েছে। ২০২৫ সালের জুলাই থেকে এই পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল, যা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পূর্ববর্তী সরকারের নীতি ও ইশতেহার অনুসরণ করবে কি না, সে বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) অন্ধকারে রয়েছে।
নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জিডিপি প্রবৃদ্ধি, সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, এবং এসডিজি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে সদ্য বিদায়ি সরকারের নীতি ও আদর্শের সঙ্গে বর্তমান সরকারের মতপার্থক্যের কারণে এটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জিইডির সদস্য ড. মো. কাউসার আহম্মদ জানিয়েছেন, পরিকল্পনাটি বন্ধ হবে কি না বা গুরুত্বপূর্ণ সংশোধন আনা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে, পঞ্চবার্ষিক পরিকল্পনা বাতিল করে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) বা স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণের সম্ভাবনা রয়েছে। পিআরএসপি এমন একটি নথি যা আইএমএফ বা বিশ্বব্যাংকের কাছে ঋণ তহবিলের জন্য আবেদনের ক্ষেত্রে দরকার হয়। এছাড়া, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর পঞ্চবার্ষিক পরিকল্পনা রাখবে কি না, সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার পঞ্চবার্ষিক পরিকল্পনার বিকল্প হিসেবে এই ধরনের কোনো স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে পারে।
আরো পড়ুন: জাতীয় সংগীতের পরিবর্তন
পরিকল্পনা কমিশনের সূত্রমতে, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার টেকনিক্যাল পেপার তৈরি হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড পেপার তৈরির কাজ চলছে। তবে নির্দেশনার অভাবে এই কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।