সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব, ফরমেট তৈরিতে কমিটি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম

ছবি: সংগৃহীত
সব সরকারি কর্মচারীর সম্পদের বিবরণী জমা দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। এ লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিবকে সভাপতি করে ফরমেট তৈরি করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটির সদস্য সচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিবকে। সদস্য হিসেবে রয়েছেন- মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি এবং বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিনিধি।
জনপ্রশাসন সচিব বলেন, সম্পদের হিসাব জমা না দিলে কি হবে সেটা আমরা অবশ্যই বলে দেবো, দণ্ডটা কী হবে, তার বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেয়া হবে, সেটাও বলে দেয়া হবে।
আরো পড়ুন: কালো টাকা সাদা করার সুযোগ বাতিল
তিনি বলেন, জমা না দিলে খবর আছে, সোজা কথা। আইনানুগ খবর আছে। খবরটা কি সেটা যখন চিঠি (ফরম) দেবো তখন বলে দেবো। ফরমটি হবে বাংলায়। এটি এক পাতার মধ্যে থাকবে। স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি এবং অন্যান্য সম্পত্তি- এভাবে ফরমে থাকবে। এরপর আমরা বলে দেবো সব মন্ত্রণালয় এবং বিভাগে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে সম্পদের হিসাব জমা দিবে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের জন্য ফরমেট প্রণয়ন করবে। এ কমিটি আগামী ৭ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের ফরমেট প্রণয়নসহ প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।
এর আগে, রবিবার (১ সেপ্টেম্বর) সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলকভাবে সম্পদ বিবরণী জমা দেয়ার নির্দেশ দিয়ে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব নিতে বলা হয়।