নৌ উপদেষ্টার বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয় পরিদর্শন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম

নৌ উপদেষ্টা ব্রি. জে. (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন
নৌপরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা ব্রি. জে. (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। রবিবার (১ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএ’র কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সংস্থার সংক্ষিপ্ত পরিচিত, কার্যাবলী ও বাস্তবায়নাধীন প্রকল্পের বিভিন্ন দিক নৌ উপদেষ্টার সামনে তুলে ধরেন।
সংক্ষিপ্ত বক্তব্যে নৌ উপদেষ্টা ব্রি. জে. (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বিআইডব্লিউটিএ'র কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ সততা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। একইসঙ্গে নৌ সেক্টর তথা দেশ পুনগর্ঠনে সচেষ্ট থাকার নির্দেশনাও প্রদান করেন তিনি।
আরো পড়ুন: পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল এবং বিআইডব্লিউটিএ'র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সদস্য ও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট ব্রি. জে. (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের মধ্যে বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয়ে এসে প্রথম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি পরবর্তীতে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ অন্যান্য দপ্তরগুলোও পর্যায়ক্রমে সরেজমিনে পরিদর্শন করবেন।