×

জাতীয়

'Nice And Attractive' এর পেছনে যে রাজনৈতিক গল্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৭:০০ পিএম

   

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যেন পুরোটাই একটি নেটফ্লিক্স। প্রতি মুহুর্তেই ঘটে যাচ্ছে অসংখ্য ঘটনা, দম ফেলার সময় নেই। এছাড়া সাম্প্রতিক সময় আলোচিত ঘটনা নিয়ে গুজব তো রয়েছেই। ২৯ আগস্ট রাতে উত্তরার একটি বাসায় ডিবি হারুন রয়েছে বলে অভিযোগ উঠে। যদিও সেনাবাহিনীর তল্লাশি করে সন্দেহভাজন কাউকে পায়নি। এরই মাঝে নাইচ এন্ড এট্রাকটিভের ঝড় বইছে নেট দুনিয়ায়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এই কমেন্টের বন্যা বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে তোলপাড় নেট দুনিয়া। বাদ যায়নি বিনোদন জগতের শিল্পীরাও। 

দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের শাসনামলেই তার নিয়োগ হয়। জানা যায়, শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন বলেই দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন বলে জানা যায়। হাসিনা সরকারের পতনের পরেই তিনি উভয় সংকটে রয়েছেন বলে অভিযোগ রয়েছে। গুঞ্জন রয়েছে সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে চান। তার নামে প্রতিবিপ্লব ঘটানোর ইন্ধন বলে অভিযোগ রয়েছে। যার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নজরদারিতে আছেন তিনি। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি কমেন্ট সবার নজরে আসে। 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সাইয়েদ আব্দুল্লাহ লিখেছেন।   দেশের আলোচিত সাংবাদিক ও গায়িকা নবনীতা চৌধুরীর একটি ছবির নীচে রাষ্ট্রপতির একটি কমেন্ট দেখা যায়। সেখানে ছবিতে থাকা নবনীতাকে প্রশংসা করে তিনি লিখেছেন Nice and Attractive। এরপরেই শুরু হয় নেটিজেনদের কমেন্টের ঝড়। রাষ্ট্রপতির এমন মন্তব্যে ট্রলের বন্যা বইয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

আপনাদের অত্যাচারে অবশেষে ফেইসবুক থেকে হারিয়ে গেলো এই ঐতিহাসিক কমেন্টখানা! লেটেস্ট খবর হলো মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেব ওই গায়িকার প্রোফাইল পিকচারে করা কমেন্টখানা ডিলিট করে ফেলেছেন!

স্বাধীনভাবে একটা কমেন্ট করে শান্তিতে না থাকতে পেরে উনি হয়ত রাগে গজগজ করতে করতে চিল্লাচ্ছেন এখন— এ কেমন স্বাধীনতা! এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম! ( ঠিক এই মুহুর্তে গলার টোন আর মুখের ভঙ্গিমা কেমন হবে, সেটা নিশ্চয়ই আপনারা জানেন. 

রাষ্ট্রপতির এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নতুন ট্রেন্ড। সবাই সবার কয়েক বছর আগের ছবিতে গিয়ে কমেন্ট করে আসছে Nice and ….। কাছের বন্ধুর পুরনো ছবিতে গিয়ে লিখছে নাইচ এন্ড ….. 

এই ট্রেন্ডের জোয়ারে বাদ যাচ্ছেননা বিনোদনজগতের তারকা কিংবা সেলিব্রেটিরাও। ওবায়দুল কাদেরের সুইমিংপুলের একটি পুরনো ছবিতেও এই কমেন্ট দেখা গেছে। ২০১৫ সালের একটি ছবিতে শাকিব খান লিখেছেন চিনতে পারলে লাইক মারুন। সেই ছবির কমেন্টে গিয়ে নতুন করে মন্তব্যের ঝড় উঠে। 

২০১৪ সালের একটি ছবিতে অপু বিশ্বাস লিখেছিলেন শাকিব খানের সঙ্গে কানেক্ট করতে চাইলে এই লিঙ্গে যান। এমন পোস্ট দেখে হাসিরো রোল পড়ে যায়। অন্যদিকে পরিমনি একটি ছবিকে ঘুরছে টাইমলাইনে। যেখানে তাকে একটি গাছের সঙ্গে পোজ দিতে দেখা যায়। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App