×

জাতীয়

বদলে যাচ্ছে হাইটেক পার্কের নাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০২:১২ পিএম

বদলে যাচ্ছে হাইটেক পার্কের নাম

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির বৈঠক। ছবি: ভোরের কাগজ

   

দেশব্যাপী হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারগুলোর নাম পরিবর্তন করে জেলাভিত্তিক নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির সভাপতি মো. নাহিদ ইসলামের সভাপতিত্বে ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির ৩২তম সভা অনুষ্ঠিত হয় । এ সভায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, হাই-টেক পার্কের জমি বরাদ্দ ও বাতিলের বিষয়ে অনেক অভিযোগ উঠেছে। এ নিয়ে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা, তা পর্যালোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। 

তিনি বলেন, দেশব্যাপী হাই-টেক পার্ক তৈরির যে উদ্দেশ্য ছিল, সে অনুযায়ী প্রত্যাশিত ফলাফল আমরা পাইনি। কেন এই ফলাফল আশানুরূপ হয়নি, তা পর্যালোচনা করতে হবে। এর মধ্যে রাজনৈতিক কারণ, দুর্নীতি এবং আমাদের সক্ষমতার ঘাটতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে হবে। 

এছাড়া, বাইরের দেশগুলো কীভাবে কাজ করছে এবং আমাদের সক্ষমতার মধ্যে কিভাবে কাজ এগিয়ে নেয়া যায়, তা নিয়ে আরো গবেষণা করার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সভায় আরো জানানো হয়, যশোরে অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিকে (পিএমসি) অব্যাহতি দিয়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নতুন পিএমসি নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। 

এছাড়া, কারওয়ান বাজারে অবস্থিত জনতা টাওয়ারে বর্তমানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের বকেয়া ভাড়া পরিশোধ এবং তাদেরকে রেখেই টাওয়ারটি সংস্কার করার বিষয়ে আলোচনা হয়েছে সভায়।

আরো পড়ুন: মৃত্যুর আগে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিলেন রাহানুমা

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, শহীদদের স্মৃতি সংরক্ষণে তাড়াহুড়ো করা উচিত নয়। আন্দোলনে শহীদদের স্মৃতি এমনভাবে ধারণ করা হবে যাতে তারা চিরকাল স্মরণীয় হয়ে থাকে। 

এছাড়াও, হাই-টেক পার্কে বিনিয়োগকারীদের জন্য লোন সুবিধা পেতে কীভাবে সহযোগিতা করা যায়, তা নিয়েও সভায় আলোচনা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App