বিদ্যুৎ-গ্যাসের দাম নির্ধারিত হবে গণশুনানিতে

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৮:৪৫ এএম

ছবি: সংগৃহীত
সরকার একটি নতুন অধ্যাদেশ জারি করেছে, যার মাধ্যমে এখন থেকে গ্যাস এবং বিদ্যুতের দাম গণশুনানির মাধ্যমে নির্ধারিত হবে। এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রক্রিয়া আরো স্বচ্ছ এবং জনগণের অংশগ্রহণে নির্ধারিত হবে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ২০২২ সালের ১ ডিসেম্বর ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’ জারি করে সরকার বিশেষ ক্ষেত্রে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ক্ষমতা গ্রহণ করেছিল। তবে নতুন অধ্যাদেশের মাধ্যমে সেই ক্ষমতা বিলুপ্ত করা হয়েছে।
সর্বশেষ ২২ আগস্ট উপদেষ্টা পরিষদের বৈঠকে বর্তমান পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেয়া হয় যে, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণে জনগণের অংশগ্রহণ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গণশুনানির মাধ্যমে ট্যারিফ নির্ধারণ করা হবে। এই পদক্ষেপের ফলে ভোক্তাদের স্বার্থ আরো সুরক্ষিত হবে এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।
আরো পড়ুন: এক সপ্তাহ পর বিপৎসীমার নিচে গোমতীর পানি
গ্যাস, বিদ্যুৎ ও পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নিয়ে জনমনে অসন্তোষ ছিল, যা এখন থেকে গণশুনানির মাধ্যমে সমাধান করা হবে। এই সিদ্ধান্ত সরকারের জ্বালানি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।