×

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিতে কত কোটি টাকা সংগ্রহ, জানালেন সমন্বয়ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১০:২৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিতে কত কোটি টাকা সংগ্রহ, জানালেন সমন্বয়ক

ছবি: সংগৃহীত

   

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) উদ্যোগী হয়ে চালু করেছে গণত্রাণ কর্মসূচি। এখন পর্যন্ত এই কর্মসূচিতে অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ৫ কোটি ২৩ লাখ তিন হাজার ৬০৩ টাকা ৬৮ পয়সা সংগ্রহ হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান, মিডিয়া ও কমিউনিকেশন উইংয়ের প্রধান রেজওয়ান আহম্মেদ রিফাত, এবং টিএসসি বুথের প্রধান সমন্বয়ক অদিতি লিখিত বক্তব্য পাঠ করেন।

সংগৃহীত অর্থের মধ্যে টিএসসিতে নগদ ৪ কোটি ৩৯ লাখ এক হাজার ৬৯০ টাকা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৬২ লাখ ৯৪ হাজার ১২০ টাকা, এবং ব্যাংকিং মাধ্যমে ২১ লাখ সাত হাজার ৭৯৩ টাকা ৬৮ পয়সা সংগ্রহ করা হয়।

এই ৪ দিনে ব্যয় করা হয়েছে ৩০ লাখ ১২ হাজার ৯৭০ টাকা। এর মধ্যে ত্রাণসামগ্রী, ওষুধ, এবং স্বেচ্ছাসেবকদের খাবার কেনায় অর্থ ব্যয় হয়েছে। এছাড়া খেজুর, মুড়ি, বিস্কুট, গুড়, পলিথিন, বস্তা, চিনি, রিকশা ভাড়া, দড়ি, এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনা হয়েছে।

গণত্রাণ কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত ৫০ ট্রাক ভর্তি ৫০ হাজারের বেশি ত্রাণসামগ্রী বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। প্রতিটি ট্রাকে ৮০০-১০০০টি রিলিফ প্যাকেজ এবং ২০-৩০ কেস পানি পাঠানো হয়। বিমান বাহিনীর তত্ত্বাবধানে ৩ হাজার প্যাকেজ হেলিকপ্টারযোগে দুর্গম এলাকায় পাঠানো হয়েছে। এছাড়া ৩ লাখ ৯৬ হাজার টাকা নগদ সহায়তা দেয়া হয়েছে।

আরো পড়ুন: সচিবালয়ে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

রবিবার টিএসসি ও জিমনেসিয়াম এলাকা ঘুরে দেখা যায়, ত্রাণ সহায়তা দিতে মানুষের ঢল নেমেছে। ব্যক্তি এবং প্রতিষ্ঠান বিভিন্ন সামগ্রী নিয়ে আসছেন। স্বেচ্ছাসেবকরা ত্রাণ সংগ্রহ ও বিতরণে ব্যস্ত সময় পার করছেন।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App