বন্যার্তদের সহায়তায় একদিনের বেতনের অর্থ দিচ্ছে ইউএস-বাংলার কর্মীরা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০২:১৮ পিএম

বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ।
টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবছে দেশর কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ১১টি জেলা। চলমান বন্যায় বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
শনিবার (২৪ আগস্ট) ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইউএস-বাংলার পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারী আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের জন্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো প্রাকৃতিক বিপর্যয়কালীন সময়ে ইউএস-বাংলা পূর্বের ন্যায় এবারো দেশের জনগণের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। এখানে উল্লেখ্য ইউএস-বাংলা এয়ারলাইন্সে তিন হাজারের অধিক দেশি-বিদেশি কর্মকর্তা কর্মচারী রয়েছেন।
টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়িসহ বেশ কয়েকটি জেলা। এতে করে মানবিক বিপর্যয়ে পড়েছেন সেখানকার মানুষ। বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন। এগারো জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৯ লাখের বেশি মানুষ।
আরো পড়ুন : বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবে মন্ত্রিপরিষদ বিভাগ