×

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচি

ছবি : সংগৃহীত

   

স্মরণকালের ভয়াবহ বন্যায় চরম দুর্ভোগে পড়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষ। টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। প্লাবিত হচ্ছে সব অঞ্চল। বন্যাকবলিত দেশের ৯টি জেলা ভয়াবহভাবে বিপর্যস্ত। দেশের এই সংকটময় মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চলছে গণত্রাণ কর্মসূচি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) টিএসসি চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন সর্বস্তরের মানুষ। সমাজের সব পেশা-ধর্ম-বর্ণ-পরিচয় নির্বিশেষে সবাই নিজের সামর্থ্যের সবটুকু নিয়ে ছুটে এলেন দুর্যোগকবলিতদের পাশে দাঁড়াতে। আগতরা সঙ্গে করে নিয়ে এসেছেন শুকনো খাবার, সুপেয় পানি, স্যালাইন, শিশুখাদ্য ও লাইফ জ্যাকেটসহ নানা প্রয়োজনীয় সামগ্রী।

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভারতের বর্তমানের প্রতিটি আচরণ আমাদের ভবিষ্যতের ভারত-বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে। সেই জায়গা থেকে আমরা ভারতকে বলতে চাই, আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন। প্রতিবেশী সুলভ সুসম্পর্ক রাখুন। আপনারা যদি ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এমন সংকটকালীন মুহূর্তে ঠেলে ফেলে দেন, সেটির প্রত্যুত্তর বা পাল্টা ব্যবস্থা বাংলাদেশ গ্রহণ করবে।’

বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, ‘এ ধরনের বন্যা আমরা প্রতি বছর দেখতে পাচ্ছি। কখনো না কখনো বাঁধ ছেড়ে দেয়া হচ্ছে। এ মুহূর্তে এই বন্যা রাজনৈতিক না অরাজনৈতিক, বিষয়টি রাষ্ট্রীয়ভাবে হ্যান্ডেল করার যে বিষয়টা আপাতত আপনারা পানি নামা পর্যন্ত অপেক্ষা করেন।’

আরো পড়ুন : বন্যার মধ্যেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App