ব্যারিস্টার সুমন কোথায়, যা বললেন মডেল পিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৭:৫০ পিএম

ছবি : সংগৃহীত
শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগের পর সব এমপি-মন্ত্রী ও দলীয় নেতাকর্মীও আড়ালে চলে যান। গা ঢাকা দেন আলোচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তবে সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন অনেক মন্ত্রী ও এমপি। সম্প্রতি কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এখন পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া গেলেও ব্যারিস্টার সুমনের খোঁজ মেলেনি। তিনি কোথায় আছেন তাও জানা যায়নি। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ রয়েছে।
আলোচিত এই সাবেক এমপি কোথায় আছেন তা জানতে সুমনের চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল পিয়া জান্নাতুলের সঙ্গে যোগাযোগ করা হয়।
পিয়া বলেন, ‘এ মুহূর্তে ব্যারিস্টার সুমন কোথায় আছেন আমি জানি না, আমি উনার (সুমন) বউ লাগি না। উনার বউকে যদি খুঁজে পান, তাহলে তাকে জিজ্ঞেস করেন। মনে করেন আমি জানি, জানলে আপনাকে আমি বলব? আপনার তো এটুকু বোঝা উচিৎ’।
আরো পড়ুন : শেখ হাসিনার বিরুদ্ধে আরো ৩ হত্যা মামলা
তিনি আরো বলেন, ‘আমি কীভাবে জানব? তাছাড়া এ সময়ে দেশে থাকলে সে আমাকে ফোন দেবে? এটা কী করে ভাবলেন? তার থেকে ব্যারিস্টার সুমনের চেম্বারে অন্য যারা কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আমি তো মাত্র দেড় বছর থেকে তার সঙ্গে কাজ করছি।’
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে ব্যারিস্টার সায়েদুল হক সুমন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।