বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ৪ উপকমিটি ঘোষণা

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৭:০২ পিএম

ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন ও ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করার লক্ষ্যে নতুন চারটি উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিগুলো মূলত শৃঙ্খলা রক্ষা ও ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে বলে জানিয়েছেন সমন্বয়কারীরা। সোমবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল থেকে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
নতুন এই চারটি উপ-কমিটি হলো- অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং ও অথোরাইজেশন। চারটি নতুন উপকমিটিতে মোট ৩১জন সদস্যের নাম প্রকাশ করা হয়। এতে অর্গানাইজিং উইংয়ে রয়েছেন ৮জন। তারা হলেন- আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, শাহিন আলম, শ্যামলী সুলতানা জেদনি, নাঈম আবেদিন, সানজানা আফিফা অদিতি, খান তালাত মাহমুদ রাফি।
প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংয়ে রয়েছেন ১৮ জন। তারা হলেন- হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের, মাহিন সরকার, আরিফ সোহেল, আকরাম হোসাইন রাজ, হামজা মাহবুব, নূর নবি, শুভ আহমেদ, শাহীনূর সুমি, মোবাশ্বের আলম হাসিব আল ইসলাম, মোহাম্মদ রাসেল, উমামা ফাতেমা, আনিকা তাহসিনা, রওনক জাহান, মেহেদী ইসলাম ও তকিউদ্দিন আহমেদ।
মিডিয়া এন্ড কমিউনিকেশন উইংয়ে তিনজনের মধ্যে রিজওয়ান রিফাত, আব্দুল্লাহ সালেহীন অয়ন ও তাহমিদ আল মুদাম্পির চৌধুরী এবং অথোরাইজেশন উইংয়ের মধ্যে সারজিস আলম ও আবু বাকের মজুমদারের নাম প্রকাশ করা হয়।
আরো পড়ুন: আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমানের পদত্যাগ
উপ-কমিটির তালিকা প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টের 'ক্যাপশনে' লিখেছেন, প্রদত্ত টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। ইতোমধ্যে আমাদের সমর্থনে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে এবং বিভিন্ন পরিসরে নতুনভাবে সব কমিটি পুনর্গঠন করা হবে। শৃঙ্খলা রক্ষা এবং ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে বর্তমান কমিটিগুলোর অথোরাইজেশন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে। ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এর আগে গত ৩ আগস্ট কোটা সংস্কার আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকারীদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এছাড়াও গত ১ আগস্ট সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং জেলা শহরে সমন্বয়ক কমিটি গঠন করার ঘোষণা দিয়েছিলেন সমন্বয়ক আব্দুল কাদের। সেদিন বেশকিছু কলেজ এবং জেলা শহরের সমন্বয়ক কমিটি ঘোষণা করেছিলেন তিনি।
উল্লেখ্য, গত ৮ জুলাই সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন সমন্বয়ের উদ্দেশ্যে ৬৫ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটি প্রকাশ করেছিলেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা।