মানারাতের উপাচার্যসহ ৬ শিক্ষকের পদত্যাগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৭:৫৭ পিএম

ছবি: সংগৃহীত
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানসহ ৬ জন শিক্ষক পদত্যাগ করেছেন। শনিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী অন্য শিক্ষকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক আহমদ মাহবুব আলম, বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসী এবং সিএসই বিভাগের প্রধান ড. নার্গিস সুলতানা, কলা অনুষদের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ, জিইডি বিভাগের প্রধান ড. আবুল কালাম আজাদ, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক সাইদ ইসলাম ও আইন বিভাগের সহকারী অধ্যাপক হুসনে আরা বেগম।
আরো পড়ুন: চিকিৎসাসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা জারি
এর আগে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যসহ ওই ৬ শিক্ষকের পদত্যাগের দাবি তোলে।