মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ৮ দফা দাবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৭:০৯ পিএম

ছবি: ভোরের কাগজ
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৮ দফা দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বাংলাদেশ স্বতন্ত্র পার্টি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। শনিবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তার নিজেদের দাবির কথা জানান।
এসময় তারা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমকে (বীর প্রতীক) গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরসহ যারা আওয়ামী সরকারকে বিভিন্নভাবে সহায়তা করেছে তাদেরও গ্রেপ্তারের দাবি জানান।
অন্যান্য দাবিগুলো হলো- দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া হাসিনা সরকারের দোসরদের বিচারসহ গ্রেপ্তার করা। সাবেক সরকারের জুলুমের শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের থানা ভিত্তিক তালিকা তৈরি করে জনস্বার্থে অতি গুরুত্বপূর্ণ ১০ ঘটনাকে ৪৫ দিনের মধ্যে প্রতিকারের ব্যবস্থা করা। বিগত সরকারের জুলুম নির্যাতনের বিষয়গুলো জাতীয়ভাবে প্রচার করা, এবং স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের আগে ১ শতাংশ ভোটারদের সমর্থন নেয়ার বিধান বাতিল করা। ভাষানটেক পুনর্বাসন প্রকল্প ও কলমিলতা বাজারের বিষয়ে জরুরী পদক্ষেপ নেয়াসহ সরকারি টাকা ছাড়াই বস্তিবাসীসহ নিম্নবিত্তদের জীবন উন্নয়নে এনএসপিডিএলের গৃহীত পুনর্বাসন প্রকল্পসহ কমপক্ষে ১০০টি প্রকল্প জরুরি ভিত্তিতে চালুর উদ্যোগ নেয়া।
এছাড়া তার আরো দাবি করেন, ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের তালিকা করাসহ জাতীয় বীরের মর্যাদা ও প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দেয়া। আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। ঘুষখোর, দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, লুটপাটকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া ।
আরো পড়ুন: যেভাবে আটক হয় অবৈধ ভারতীয় মহিষ
সমাবেশে বক্তরা বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামীলীগ জোট সরকার দমন-নিপীড়ন চালিয়েছে। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। এবার তাদেরসহ সহযোগী দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে।