স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো মোকাব্বিরকে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৬:২৯ পিএম

মো. মোকাব্বির হোসেন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে নিয়োগ দেয়ার তিন দিনের মাথায় সরিয়ে দেয়া হয়েছে মো. মোকাব্বির হোসেনকে। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে বদলি করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বিকেলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে নিয়োগ পান বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (জেষ্ঠ সচিব) মো. মোকাব্বির হোসেন।
ওই দিনই জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অন্যদিকে শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।
মোকাব্বির হোসেন গত বছরের ২৯ নভেম্বর সিনিয়র সচিব পদে পদোন্নতি পান। একই বছরের ১২ জুলাই থেকে তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান পদে যোগ দেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোকাব্বির হোসেন। ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব হিসেবে পদোন্নতি পেয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান পদে যোগ দেন।এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবেও দায়িত্ব পালন করেন মোকাব্বির হোসেন।