×

জাতীয়

কতদিন বৃষ্টি থাকবে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৫:২৪ পিএম

কতদিন বৃষ্টি থাকবে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত

   

দেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এ প্রভাবে উপকূলের সব জেলা ও সিলেটে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ দিন বৃষ্টিপাত আরো বাড়তে পারে। দেশের বাকি অঞ্চলেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে সাগরের সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ করণে কারণে প্রচুর মেঘ সৃষ্টি হয়েছে। আগামী ৩-৪ দিন সারা দেশে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাসের বাকি সময়জুড়ে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

দেশের উপকূলীয় এলাকাসহ ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার ওপর দিয়ে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র আরো জানিয়েছে, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চট্টগ্রামে রয়েছে পাহাড়ধসের আশঙ্কা। 

এদিকে ৩ দিন দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রার বৃদ্ধি দেখা গেছে। সারা দেশের আকাশে মেঘ বেড়ে যাওয়ার কারণে এবং বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্রা এখন কিছুটা কমেছে। রবিবার তাপমাত্রা আরো ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আরো পড়ুন: চিনির দাম কেজিতে কমেছে ১০ টাকা

সারাদেশে আজকের দিন সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ৩৬ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন রাঙামাটিতে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৫ মিনিটে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App