চিনির দাম কেজিতে কমেছে ১০ টাকা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৪:৫৮ পিএম

বাজারে চিনির দাম কমেছে কেজিতে ১০ টাকা। ছবি: সংগৃহীত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশের বাজারে চিনির দাম প্রতি কেজিতে কমেছে ১০ টাকা । শনিবার (১৭ আগস্ট) বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে আগে খুচরা প্রতি কেজি চিনি ১৩৫ টাকায় বিক্রি হতো। বর্তমানে তা ১২৫ থেকে ১২৭ টাকায় বিক্রি হচ্ছে।
অর্থাৎ প্রতি কেজি চিনিতে কমেছে ৮ থেকে ১০ টাকা। একইভাবে চিনির দাম কমেছে পাইকারি বাজারেও।
মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বর্তমানে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে কোম্পানি অনুযায়ী প্রতি কেজি চিনি ১১৮ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৫ আগস্টের পর থেকে বাজারে চিনির দাম কমে আসতে শুরু করেছে।
এর আগে প্রতি কেজি চিনি পাইকারিতে ১২২ থেকে ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিলো। অন্যদিকে সরকারি চিনি মিলগেটে বিক্রি করা হচ্ছে ১২৫ টাকা দরে। এ দাম দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে।
আরো পড়ুন: বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছে দক্ষিণ কোরিয়া
তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক বাজারেও চিনির দাম কমে যাওয়ায় দেশের অভ্যন্তরীণ বাজারের এর প্রভাব পড়তে শুরু করেছে। সে অনুযায়ী দেশের বাজারে চিনির দাম আরো কমে আসবে বলে আশা করা যাচ্ছে।