×

জাতীয়

কবে থেকে চলবে সব আন্তঃনগর ট্রেন, জানা গেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৫:০২ পিএম

কবে থেকে চলবে সব আন্তঃনগর ট্রেন, জানা গেল

ছবি: সংগৃহীত

   
দীর্ঘ প্রায় ১ মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। ইতিমধ্যে এসব ট্রেনর টিকেট অন লাইনে পাওয়া যাচ্ছে। তবে সহিংসতায় ট্রেনের বগির ক্ষতি হওয়ায় আপাতত পারাবত, জামালপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল শুরু হচ্ছে না।

বুধবার (১৪ আগস্ট) ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, ইতিমধ্যে মঙ্গলবার স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীদের সাড়াও বেশ পাওয়া গেছে। আর বৃহস্পতিবার থেকে সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল করবে। যার টিকেট সোমবার বিকেল ৫ টা থেকে অন লাইনে পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার ভোরের কাগজকে জানান, কোটা আন্দোলনের জের ধরে পরবর্তীতে কিছু সহিংসতায় দেশব্যাপী কারফিউ জারির মধ্যে গত ১৮ জুলাই থেকে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় রেলওয়ে। পরে ১ আগস্ট থেকে কয়েকটি কমিউটার ট্রেন চালু হলেও কোটা আন্দোলনকারীদের বাধার মুখে তাও বন্ধ হয় তিন জুলাই। এরপরে দেশের পরিস্থিতি শান্ত হলে বাংলাদেশ রেলওয়ে সব ধরনের ট্রেন চলানোর সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার থেকে স্বল্প দূরত্বের কমিউটার, লোকাল ও মেইল ট্রেন চলাচল শুরু হয়েছে। আর বৃহস্পতিবার থেকে সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ইতোমধ্যে অন লাইনে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে। ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং স্টেশনে বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। স্টেশনে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী আছে। এছাড়া রেলের নিরাপত্তা বাহিনী কাজ করবে। তবে পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস বৃহস্পতিবার থেকে চলাচল শুরু হচ্ছে না।

এর আগে গত ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App