আমরা পুলিশ বাহিনীকে শুদ্ধ করতে চাই: আইজিপি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৪:৪১ পিএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। ছবি: সংগৃহীত
পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযানের কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে প্রভাবশালী এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ময়নুল ইসলাম বলেন, আমরা পুলিশ বাহিনীকে শুদ্ধ করতে চাই। তবে এজন্য কারো অপরাধকে ঢাকতে চাই না। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের যেসব সদস্য অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই বিভাগীয় ব্যবস্থা নেয়া শুরু হয়েছে।
আইজিপি জানান, ইতোমধ্যেই পুলিশের লোগো ও ইউনিফর্ম পরিবর্তন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। শুধু তাই নয়, এখন থেকে পুলিশের প্রশিক্ষণের ওপর সবচেয়ে বেশি জোর দেয়া হবে।
তিনি বলেন, পুলিশ এখন থেকে নিরপেক্ষভাবে, গণতান্ত্রিক উপায়ে কাজ করবে। সুতরাং অপরাধীদের মোকাবিলায় নীতিমালা অনুসরণ করতে আমরা প্রশিক্ষণের ওপর বেশি জোর দিতে চাই
পুলিশের পোশাক পরিবর্তন করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে ময়নুল ইসলাম বলেন, পোশাক পরিবর্তন করা প্রয়োজন। পোশাক একটি মাইন্ডসেট তৈরি করে। এই পোশাক পরে সাম্প্রতিক সময়ে অনেক ঘটনা ঘটেছে। আমাদের অনেক পুলিশ সদস্যও আহত এবং নিহত হয়েছেন।
আরো পড়ুন: পিলখানায় গিয়ে বিজিবির উদ্দেশে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি আরো জানান, পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে স্বাধীনভাবে তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হবে।