যে কারণে বাধ্যতামূলক অবসরে রংপুরের পুলিশ কমিশনার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০২:২৯ পিএম

রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান। ছবি: সংগৃহীত
রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার অবসরে পাঠানোর বিষয়য়ে জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, রংপুর মহানগরীর পুলিশ কমিশনার ডিআইজি মো. মনিরুজ্জামানকে ২০১৮ সালের সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন রংপুর মহানগরীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। এ ঘটনা শুধু দেশ নয়, সারাবিশ্বে আলোড়ন তোলে। এরপর থেকে রংপুরের পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে আসছিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীসহ সচেতন জনতা।
আরো পড়ুন: সাদ্দাম হোসেন নিহত
রবিবার (১১ আগস্ট) রাজারবাগ পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন মনিরুজ্জামানকে সরিয়ে দেয়ার নির্দেশ দেন। এর পরপরই আইজিপির পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের ২ দিন পর রংপুরের পুলিশ কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।