×

জাতীয়

মালবাহী ট্রেন চলাচল শুরু

আন্তঃনগরের টিকেট অনলাইনে মিলবে কবে থেকে, জানা গেলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৫:৫০ পিএম

আন্তঃনগরের টিকেট অনলাইনে মিলবে কবে থেকে, জানা গেলো

ছবি: সংগৃহীত

   

দেশে ২৮ দিন পর অবশেষে ঘুরতে শুরু করেছে ট্রেনের চাকা। সোমবার (১২ আগস্ট) দেশের বিভিন্ন গন্তব্য থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। এর আগে গত ১৮ জুলাই কোটাবিরোধী আন্দোলনের জেরে সহিংসতা ও অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

গতকাল (রবিবার ১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ে জানিয়েছিল আজ (সোমবার) থেকে মালবাহী ট্রেন চলবে। আগামীকাল (মঙ্গলবার ১৩ আগস্ট) থেকে স্বল্প দুরত্বে ও কমিউটার ট্রেন এবং আগামী বৃহষ্পতিবার (১৫ আগস্ট) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করবে। আর সেজন্য সোমবার বিকেল ৫ টা থেকে আন্তঃনগর ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি করছে রেলওয়ে। গতকাল (রবিবার) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রেলের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর চট্টগ্রাম থেকে জানান হয়েছে, সোমবার সবচেয়ে বেশী মালবাহী ও জ্বালানী তেল নিয়ে ট্রেন ছাড়ে চট্টগ্রাম থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে। রাজশাহী থেকেও খুলনা ও ঢাকায় মালবাহী ট্রেন চলাচল করেছে। সেই সঙ্গে ঢাকা থেকে কন্টেইনার নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে মালবাহী ট্রেন চলাচল করেছে বলে জানিয়েছেন রেলওয়ের ঢাকা স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন।

আরো পড়ুন: ১৫ আগস্টের ছুটি নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, বেশ কিছু দিন বন্ধ থাকার পরে সোমবার আবার মালবাহী ট্রেন চলাচল করছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। তাছাড়া চট্টগ্রাম থেকে জ্বালানী তেল নিয়ে কন্টেইনার বাহী ট্রেন ছেড়ে এসেছে। আর আগামীকাল রেলওয়ে স্বল্প দুরত্বের যাত্রীবাহী ট্রেন চালাবে। আগামী বৃহষ্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করবে। সোমবার বিকেল ৫ টা থেকে অনলাইনে টিকেট বিক্রি হচ্ছে।

যদিও যাত্রীবাহী ট্রেন চলাচল না করায় কমলাপুরসহ দেশের কোন স্টেশনে যাত্রীর পদচারণা ছিল না।

এর আগে রবিবার রেলওয়ের পরিচালক মো. নাহিদ হাসান খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হবে। মঙ্গলবার থেকে চলবে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন। এছাড়া ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। তবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এড়াতে গত ১৮ জুলাই থেকে সারাদেশে যাত্রী ও মালবাহী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১৪ দিন পর ১ আগস্ট মালবাহী ও স্বল্প দূরত্বের ট্রেন চালু করা হলেও শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের ৪ আগষ্ট তাও বন্ধ করতে বাধ্য হয় রেলওয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App