×

জাতীয়

আন্দোলনে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান উপদেষ্টা আসিফের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০২:২৭ পিএম

আন্দোলনে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান উপদেষ্টা আসিফের

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

   

কোটা আন্দোলনে ছাত্রদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে সারাদেশে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১২ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই

এসময় তিনি লেখেন, বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নেয়ার সুযোগ নেই। আন্দোলনে হামলাকারী, হত্যাকারী সকলের বিরুদ্ধে সারাদেশের ভিকটিমদের মামলা করার আহ্বান জানাচ্ছি। বিচার নিশ্চিত করা হবে।

কমেন্ট বক্সে অনেকেই তার সঙ্গে একমত হয়েছেন। সুমাইয়া ইসলাম পিংকি নামের একজন লিখেছেন, এমন বাংলাদেশ গড়ার চেষ্টা করুন। যাতে মারা যাওয়ার শত বছর পরে ও মানুষ আপনাদেরকে স্মরণ রাখে। 

এমডি আরশাদউল্লাহ নমের একজন লিখেছেন, অভ্যুত্থান শেষ হয়নি, আরেকবার কিংবা কয়েকবার একই শক্তি নিয়ে নামতে হবে সামনে।

মাঠে থাকেন, বেঁচে থাকবেন। ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো পূর্ণ শক্তি নিয়ে সক্রিয়!

এইচ এম আব্দুল কাউইম নামের আরেকজন লেখেন, ঘুমিয়ে গেলে স্বাধীনতা হারাবেন নিশ্চিত থাকুন। স্বাধীনতা টিকিয়ে রাখতে আগামীকাল থেকেই রাজপথ দখলে রাখতে হবে। প্রতি বিপ্লব ঘটাতে তারা তৎপর। এখন আত্মতুষ্টিতে থাকার সময় নয়, বরং রাজপথ দখলে রাখাটাই জরুরি। অর্জিত স্বাধীনতা ছিনতাই হলে, আমাদের সবার জায়গা হবে আয়নাঘরে। আসুন, রাজপথে নেমে আসুন। কোন ডাকের প্রয়োজন নেই। নিজ নিজ জায়গা থেকে রাজপথে নেমে আসুন।

আরো পড়ুন: দেশের বর্তমান অবস্থা পরিবর্তনে সবাইকে এগিয়ে আসতে হবে

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। ছাত্র-ছাত্রীদের এ যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তরা রাষ্ট্রীয় বিভিন্ন সম্পত্তি, স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায়। শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App