×

জাতীয়

হঠাৎ কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় বিএনপি নেতা এ্যানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৭:২০ পিএম

হঠাৎ কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় বিএনপি নেতা এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

   

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। অনেকেই সেসব ভিডিওর নিচে অ্যানির প্রশংসা করে বিভিন্ন কমেন্ট করছেন। 


ফেসবুকে এ্যানির ছড়িয়ে পড়া একটি ভিডিওর নিচে সায়মা নামের একজন কমেন্টে লেখেন, ‘শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পূর্বপুরুষরা জমিদার ও অত্যন্ত ভালো লোক। জনসাধারণের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে লক্ষ্মীপুর জেলার সাবেক দুই বারের এমপি এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন তিনি।’

আব্দুল্লাই নাজমুস সাদাত নামের একজন লেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, এই দুইজন বাদে বিএনপির কোন নেতাকেই আমার ভালো লাগে না।


জামিল সিদ্দিকী নামের আরেকজন লিখেছেন, ইনশাআল্লাহ আগামীর হোম মিনিস্টার অফ বাংলাদেশ, জনতার কিং শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভাই।

ফারাবি আহমেদ নামের আরেকজন লিখেছেন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আহা মোদির এখন ঘুম বিভাবে আসবে কে জানে? লেখার পরে তিনি একটি ভালোবাসার ইমোজিও দেন। 


দিলোয়ার হেসেন সায়েম নামের আরেকজন লিখেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভাই। ২৮ অক্টোবর ঢাকার রাজপথ থেকে এরেস্ট হওয়ার পর উনার সাথে ছিলাম কাশিমপুর কারাগারে। ভাই জেলে বাহিরে সব জায়গায় সমান। বাঘ জঙ্গলেও বাঘ আর বন্দি থাকলেও বাঘ। 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের সাবেক সাংসদ। তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১৯৬৮ সালের ২ ফেব্রুয়ারি তারিখে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামে সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী বশির উল্যাহ চৌধুরী, যিনি লক্ষ্মীপুরের একজন বনেদী ব্যবসায়ী ছিলেন। এ্যানি চৌধুরীর মায়ের নাম হোসেনে আরা বেগম। তিনি একজন গৃহিণী। এ্যানির দাদা হাজী পানা মিয়া, যিনি ব্রিটিশ শাসনামলে চর কাদিরা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। দুই চাচাতো ভাই সাহাবুদ্দিন চৌধুরী এবং চৌধুরী খোরশেদ আলম এক সময়ে লক্ষ্মীপুরে সংসদ সদস্য ছিলেন।


ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী পারভীন আক্তার চৌধুরী একজন গৃহিণী।

এ্যানি লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ‍্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং সরকারি বিজ্ঞান কলেজ (তেজগাঁও,ঢাকা) থেকে এইচএসসি সম্পন্ন করেন । ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং রসায়নিক প্রযুক্তিবিদ্যা বিভাগ থেকে অনার্স এবং ১৯৮৯ সালে এম.এস.সি ডিগ্রী লাভ করেন। ১৯৯৩ সালে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা-ইন এডুকেশন সমাপ্ত করেন।

আরো পড়ুন: হঠাৎ কেন আলোচনায় লুৎফুজ্জামান বাবর

বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সম্প্রতি জেল থেকে মুক্তির পর তিনি নতুনকরে আলোচনায় আসেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App