পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে শ্যাম বাজারে ডিজির তদারকি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৪:৫৩ পিএম

ছবি: ভোরের কাগজ
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ এইচ এম সফিকুজ্জামান নেতৃত্বে ঢাকা মহানগরের শ্যাম বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টায় শ্যাম বাজারে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মুহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) জনাব ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেনসহ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, শ্যামবাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরো পড়ুন: বাংলাদেশ-ভারত বাণিজ্য শুরু
বাজার তদারকিতে অধিদপ্তরের মহাপরিচালক শ্যামবাজারের বিভিন্ন আড়তের ব্যবসায়ীসহ অভিযান চলাকালে পণ্য পরিবহণকারী কর্তৃপক্ষের সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, সরবরাহ ও পরিবহণ সংক্রান্ত বিষয়ে কথা বলেন। বাজার তদারকিতে দেখা যায় নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহণসংশ্লিষ্ট বিবিধ ব্যয় হ্রাস পেয়েছে এবং পণ্যের মজুদ স্বাভাবিক রয়েছে। আশা করা যায় এর ফলে পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে নেমে আসবে।
এছাড়াও তিনি সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানান। এক্ষেত্রে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে কর্মকর্তাদের। সিন্ডিকেট ভাঙ্গার সময় এখনই। হিডেন চার্জ এখন আর নেয়া হচ্ছে না। নতুন করে যেন কেউ চাঁদাবাজিসহ হিডেন চার্জ নিতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।