বাকরুদ্ধ হয়ে কাঁদলেন ড. ইউনূস

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৩:৪৯ পিএম

এয়ারপোর্টে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
দেশে ফিরেই বিমানবন্দরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের কথা স্মরণ করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি ডুকরে কেঁদে ফেলেন। কিছু সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে যান।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ২টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি আবু সাঈদের কথা স্মরণ করেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজকে আমাদের আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। তারপর থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানেনি, অকুতোভয়ে সামনে এগিয়ে গেছে।
ড. ইউনূস বলেন, এসময় ছাত্ররা বলেছে যতগুলো মারতে চায় মারতে পারে, আমরা আছি। যে কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে।
এর আগে, ড. মুহাম্মদ ইউনূস দুপুর ২টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে বুধবার (৭ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
বুধবার ইউনূস সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখান থেকে চিকিৎসা নেয়ার পর তার একটি ছোট অস্ত্রোপচার হয়।
দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ড. মুহাম্মদ এয়ারলাইন্সের প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন ড. ইউনূস।
তিনি বলেন, আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।
বুধবার সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানান, বৃহস্পতিবার দেশে ফিরছেন ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনূস ফেরার পর রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে। অন্তর্বর্তী সরকারের সদস্য হতে পারেন ১৫ জন। তবে এই সংখ্যা বেশি বা কমও হতে পারে।