তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৪:২১ পিএম

ছবি: সংগৃহীত
অন্তবর্তীকালীন সরকার গঠনের ৩ মাস পর নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে দলটির নেতাকর্মীরা এ দাবি জানান।
দেশের উদ্ভুত পরিস্থিতিতে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। বিচারের ভার নিজ হাতে দয়া করে নেবেন না। হিংসা, বিদ্বেষ ও প্রতিহিংসা নয়, দায়িত্বশীলতা ও মানবাধিকারের দৃষ্টান্ত স্থাপন করেন। বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করতে চাইলে তাকে ধরে আইনের হাতে সোপর্দ করুন। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রায় সাড়ে ছয় বছর পর দলের কোনো সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগে বাধ্য করা সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বীর সন্তানদের ধন্যবাদ জানাতে চাই, তারা অসম্ভবকে সম্ভব করেছে। এই তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে।সমাবেশে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সততা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে এই আন্দোলন সফল করতে হবে। দ্রুত অন্তবর্তীকালীন সরকার গঠন করতে হবে। সেই সঙ্গে ৩ মাস পর জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
সমাবেশ শুরুর পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।