বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০২:৩৬ পিএম

ওয়াকার-উজ-জামান
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈঠক করছেন। সোমবার (৫ আগস্ট) সেনা সদর দপ্তরে এই বৈঠক চলছে।
বৈঠকের পরই জাতির উদ্দেশে ভাষণ দিবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৈঠকে আছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।
এর আগে সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সেনাপ্রধানের ভাষণ সম্প্রচার করার কথা রয়েছে।