২ ঘণ্টা পর সচল ইন্টারনেট

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০২:০৬ পিএম
-66b087ed0fe97.jpg)
চালু হয়েছে ইন্টারনেট। ছবি: সংগৃহীত
প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ইন্টারনেট। সোমবার (৫ আগস্ট) বেলা দেড়টার দিকে ইন্টারনেট সচল হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ইন্টারনেট শাটডাউন করে দেয়া হয়।
জানা গেছে, দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে এক ঘোষণায় সরকারের পক্ষ থেকে ইন্টারনেট শাটডাউন করা হয়।
এর আগেও ৭ দিন পর ফের রবিবার ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করে সরকার। দুপুর ১২টার দিকে সরকারের নির্দেশে ফোর-জি সেবা বন্ধ করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফোর-জি নেটওয়ার্ক বন্ধ থাকবে। ফোর-জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না। এসময় শুধু টু-জির মাধ্যমে কথা বলা যায়।
কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ৫ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু হয়। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট পুনরায় চালু হয়। এসময় বন্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া বন্ধ রাখা হয় টিকটকও।
আরো পড়ুন: বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের
অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব ব্যবহার করা গেলেও মোবাইল ডেটায় তা চালু হয়নি। এর আগে ৩১ জুলাই একবার ফেসবুক চালু করা হয়েছিল।