×

জাতীয়

এটিএম বুথ থেকে টাকা তুলতে ভোগান্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৯:০৫ পিএম

এটিএম বুথ থেকে টাকা তুলতে ভোগান্তি

এটিএমে টাকা তুলতে ভোগান্তি। ছবি: সংগৃহীত

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনের প্রভাব পড়েছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। রাজধানীর মতিঝিলের ব্যাংক পাড়ায় গ্রাহকের উপস্থিতি ছিল খুবই কম। কিছু ব্যাংকের শাখা ও এটিএম বুথ বন্ধ থাকায় নগদ টাকা তুলতে না পেরে ভোগান্তিতে পড়ে গ্রাহকরা।

রবিবার (৪ আগস্ট) মতিঝিল, কমলাপুর, দৈনিক বাংলা মোড়, পল্টন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। 

সারা দেশে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলন। এতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ব্যাংকে গ্রাহকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় লেনদেন সাড়তে অনেককেই ব্যাংকে যেতে দেখা গেছে। বেশির ভাগই গ্রাহকই নগদ অর্থ তুলেন। ঋণপত্র ও বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সেবা নিয়েছেন কেউ কেউ। 

এ প্রসঙ্গে জানতে চাইলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী ভোরের কাগজকে বলেন, আমরা প্রথমে সবগুলো ব্রাঞ্চই খুলেছিলাম। তবে সহিংসতার কারণে ১৫-২০ টি ব্রাঞ্চ বন্ধ করে দিয়েছি। এছাড়া কর্মরত নারী কর্মকর্তাদের আগে ছেড়ে দিতে বলা হয়েছে। কারফিউয়ের ঘোষণা দেয়ার পরে বিকেল ৪ টায় আমরা সমস্ত ব্রাঞ্চ বন্ধ করে দিয়েছি। 

তিনি বলেন, সবগুলো ব্রাঞ্চেই টাকা উত্তোলনের চাপ ছিল, তবে আমরা ম্যানেজ করেছি। সবাইকে চাহিদা অনুযায়ী দেয়া সম্ভব হয়নি। 

তিনি আরো বলেন, বিভিন্ন স্থানে সহিংসতার কারণে গাড়ি পাঠানো সম্ভব হয়নি, এজন্য টাকার কিছুটা সঙ্কট ছিল। তবে এটিএমগুলোতে শতভাগ না হলেও যতটা সম্ভব টাকা পাঠানো হয়েছে। 

সরেজমিনে দেখা গেছে, কিছু ব্যাংকের শাখা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক। আবার ব্যাংকের বুথে গিয়ে টাকা না পেয়ে ফেরত এসেছেন অনেকে। 

আরো পড়ুন: ৩ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ

ব্যাংকগুলো জানিয়েছে, চলমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে অনেক শাখা বন্ধ রাখা হলেও, নগদ অর্থের কোনো সংকট নেই। সহিংসতা ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App