ব্রডব্যান্ড ইন্টারনেট কি চালু থাকবে?

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৩:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে অস্থিতিশীল হয়ে উঠেছে সারাদেশ। গুজব ঠেকাতে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বিটিআরসি। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা চালু থাকবে।
এই প্রসঙ্গে রবিবার (৪ জুলাই) দুপুরে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা বন্ধ হবে না। এমদাদুল বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার কোনো নির্দেশনা এখানো আসেনি। মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে।
এর আগে রবিবার দুপুর ১টা থেকে মোবাইল অপরেটর কোম্পানিগুলো ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছে। একইসঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেটের আইআইজি অপরেটররা ফেসবুক, হোয়াটঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্যাশ সার্ভারগুলো ডাউন করে দিয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই প্রথমবার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছিল, তা চালু হয় ২৮ জুলাই। এরমধ্যে ১৮ থেকে ২৩ জুলাই ব্রডবান্ড ইন্টারনেটও বন্ধ রাখা হয়। অর্থা, ওই সময়টায় ইন্টারনেটে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকে। পরে ইন্টারনেট খুলে দেয়া হলেও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম চালু হয় ৩১ জুলাই দুপুরে। এরপর গত ২ অগাস্ট প্রায় সাত ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ফেসবুক ও টেলিগ্রাম সেবা বন্ধ রাখা হয়েছিল।